Tuesday, June 16, 2020

জাগরণে যায় বিভাবরী লিরিক্স


জাগরণে যায় বিভাবরী
রাগ:বেহাগ
তাল:কাহারবা
রচনাকাল(বঙ্গাব্দ):আশ্বিন ১৩২৫
রচনাকাল(খৃষ্টাব্দ):1918
স্বরলিপিকার:দিনেন্দ্রনাথ ঠাকুর
শিল্পী-সোমলতা আচার্য

জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি কে নিল হরি মরি মরি
জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি কে নিল হরি মরি মরি
জাগরণে যায় বিভাবরী

যার লাগি ফিরি একা একা আঁখি পিপাসিত নাহি দেখা
যার লাগি ফিরি একা একা আঁখি পিপাসিত নাহি দেখা
তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি
জাগরণে যায় বিভাবরী

বাণী নাহি,তবু কানে কানে কী যে শুনি তাহা কেবা জানে
বাণী নাহি,তবু কানে কানে কী যে শুনি তাহা কেবা জানে

এই হিয়াভরা বেদনাতে বারি ছলোছলো আঁখিপাতে
এই হিয়াভরা বেদনাতে বারি ছলোছলো আঁখিপাতে
ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি

জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি কে নিল হরি মরি মরি
জাগরণে যায় বিভাবরী
জাগরণে যায় বিভাবরী
জাগরণে যায় বিভাবরী

আমার মতে তোর মতন কেউ নেই লিরিক্স

আমার মতে তোর মতন কেউ নেই
কথা ও সুর - অনুপম রায়
শিল্পী - লোপামুদ্রা মিত্র

কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার
এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার
হয়তো নদীর কোনো রেশ
রাখতে পারিনি অবশেষ
অথবা খেলায় সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান
বুঝিনি কিসের এত টান

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া

কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনা
আমার মতে তোর মতন কেউ নেই

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায় তারও বেশি ধরা পড়ে যায়

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক
কষতে বারণ ছিল তাই
কিছুই বোঝা গেলনা প্রায়

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া

কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই
আমার মতে তোর মতন কেউ নেই
আমার মতে তোর মতন কেউ ......